সানির নাম বাদ!
প্রকাশিত হয়েছে : ৯:০৪:০২,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৪৫ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
সানি লিওন বলিউডে যতই নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন ততই পর্নো তারকার তকমাটা পিছিয়ে দিচ্ছে তাকে। সমপ্রতি অক্ষয় কুমারের সঙ্গে ‘সিং ইজ ব্লিং’ ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছেন সাবেক এ পর্নোস্টার। আর তাই এ ছবির সঙ্গে সানির নাম জুড়ে বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশ হয়েছে একাধিকবার। তখনই বিড়ম্বনায় পড়ে গেছে ছবির প্রযোজনা সংস্থা। কারণ সানি মানেই তো যৌনতা আর নগ্নতা। এ অস্বস্তিতে বেশ কয়েক দিন ধরেই ভুগছেন প্রযোজক। কূল-কিনারা না দেখে একপর্যায়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সানির নাম বাদ দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করতে অনুরোধ করা হয় সাংবাদিকদের। শুধু তাই নয়, ‘সিং ইজ ব্লিং’ সানির ছবি নয় বলেও প্রচার করতে বলা হয়। এ মুহূর্তে ছবির সব প্রচার- প্রচারণা থেকে সানিকে বাদ রাখা হয়েছে। অবশ্য এটা সাময়িকের জন্য।