বেনজেমাদের কাছে রোনালদোদের হার
প্রকাশিত হয়েছে : ৯:১৮:৫৪,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৪৩ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। দু’জনই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের সেনানি। ক্লাবের হয়ে এখনও দু’জন একসঙ্গে খেলে চলেছেন। কিন্তু শুক্রবার তারা একে অন্যের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামেন। ফ্রান্স ও পর্তুগালের প্রীতি ম্যাচের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে করিম বেনজেমাদের। লিসবনের মাঠে স্বাগতিক পর্তুগালকে ১-০ গোলে হারায় ফ্রান্স। এতে পর্তুগালকে টানা ৪ ম্যাচ হারালো তারা। আগামী বছর ইউরোপিয়ান চ্যম্পিয়নশীপের আয়োজক দেশ ফ্রান্স। এতে বাছাই পর্বে খেলছে না তারা। কিন্তু বাছাই পর্বে দুর্দান্ত খেলে মূল পর্বের পথে পর্তুগাল। ‘আই’ গ্রুপে ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। কিন্তু এদিন প্রীতি ম্যাচে তাদের খেলায় তেমন ধার দেখা গেল না। ক্রিস্টিয়ানো রোনালদো, নানি ও পেপের মতো খেলোয়াড়রা ছিলেন মলিন। ফ্রান্স ৫৮ শতাংশ বল নিজেদের দখলে রেখে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রতিপক্ষে গোলমুখে অন টার্গেটে এদিন ফ্রান্সের খেলোয়াড়রা ৭ শট নেয়। কিন্তু পর্তুগালের খেলোয়াড়রা মাত্র এক শট নিতে পারে। এদিন ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ছিল। কিন্তু এ সময় দুর্দান্ত এক ফ্রি-কিকে ফ্রান্সের জয় নিশ্চিত করেন লিওঁ এর মিডফিল্ডার ম্যাথিউ ভালবুয়েনা। ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা দু’জনের কেউ এদিন পুরো ৯০ মিনিট খেলেন নি। ৬৮ মিনিটে রোনালদোর বদলি হিসেবে মাঠে নামেন কুয়ারেসমা। আর ৭৪ মিনিটে করিম বেনজেমার বদলি হিসেবে মাঠে নামেন মার্টিয়াল। ফ্রান্সের অনূর্ধ্ব-২১ এর হয়ে ১২ ম্যাচে ৪ গোল করেছেন এ ১৯ বছর বয়সী। কিন্তু এদিন ১৬ মিনিটে তিনি তেমন কোনো ঝলক দেখাতে পারেন নি।