বৌয়ের হাতে মার খেল বর!
প্রকাশিত হয়েছে : ৯:২৯:৫৫,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১০ বার পঠিত
নেশার ঘোরে বউ পেটানো! এ সমাজে, এই খবর নতুন নয়৷ কিন্তু, কালে কালে কত কী যে হল! নেশা করে ঘরে ফিরে, বউ পেটাল বরকে! তাও আবার যেমন-তেমনভাবে পেটানো নয়৷ পিটিয়ে মাথা ফাটিয়েই ছাড়ল বরের! নিশ্চয়ই ভাবছেন, এ কেমন ধারা বউ? ক্যাথরিন ব্রথউইক৷ বয়স ২৬৷ তাঁর বর মন্টি৷ বয়স ৫৯৷ একদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে, মন্টি সোহাগ করে বলেন, ‘কী গো, আমার গুডনাইট কিস কোথায়? দেবে না?’ ব্যাস, যায় কই৷ রেগে আগুন, তেলে বেগুন গিন্নী! ‘কী? গুডনাইট কিস? মিনসের খুব শখ হয়েছে’ ঝাঁঝিয়ে উঠেই, তেড়ে যান স্বামীর দিকে৷ তারপর, হাতের কাছে থাকা অ্যালার্ম ক্লক দিয়ে পেটাতে শুরু করেন৷ বরের মাথায়৷ মারতে মারতে, বরের মাথা আলু হয়ে গেছে, ফেটে রক্ত ঝড়ছে, ভ্রুক্ষেপই করেননি ক্যাথরিন৷ ঘড়ি ভেঙে যাওয়ার পর, বরের মোবাইল নিয়ে আক্রমণ করতে শুরু করেন৷
বউয়ের হাতে এত মার খেয়ে, তখন অবস্হা খারাপ মন্টির৷ কাতর কন্ঠে বলতে থাকেন, ‘পায়ে পড়ছি, এবার ছাড়ো৷’ মাথা ফেটে যখন রক্ত গড়িয়ে পড়ছে চোখ-মুখ দিয়ে, তখনও রাগ পড়েনি ক্যাথরিনের৷ ঘরে যত সিডি ছিল, ছুঁড়তে শুরু করেন! লন্ডভন্ড করে দেন বেডরুম! শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স ডাকা হয়৷ আহত মন্টিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য৷ আর ক্যাথরিন? অনেক পরে হুঁশ ফেরে তাঁর৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে৷ আদালত পর্যন্ত গড়ায় ব্যাপারটা৷ ক্যাথরিন দোষ স্বীকার করায়, ১২ মাসের কমিউনিটি অর্ডার হয়েছে তাঁর৷ অদ্ভুত ব্যাপার, এত কাণ্ডের পরও পত্নী-প্রেম এতটুকু কমেনি মন্টির৷ তিনি চাননি, ক্যাথরিনের শাস্তি হোক৷ কিন্তু, ক্যাথরিন যে এই প্রথম এমন কাণ্ড বাঁধাননি৷ মাঝে মধ্যেই নেশার ঘোরে মেজাজ হারিয়ে নানা কাণ্ড বাঁধান৷ তবে এবার নাক-কান মুলে ক্যাথরিন আদালতে দাঁড়িয়ে শপথ নিয়েছেন, ‘না, না আর নয়৷ ভুলেও ছুঁয়ে দেখব না মদ৷ নেশা করার শখ মিটে গেছে৷’ সত্যি? কে জানে, ক্যাথরিন কতদিন কথা রাখতে পারেন! তবে মন্টির পূর্ণ আস্হা আছে৷ পত্নী-নিষ্ঠ হলে যা হয় আর কী!