মৌলভীবাজারে হাইওয়ে থানার নিকট থেকে পথশিশুর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০:০৫:০৩,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৫৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে থানার কাছ থেকে এক পথশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা এই শিশুকে হত্যা করা হয়েছে। তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে কামরান (১০)। সে শেরপুর এলাকায় ভিক্ষাবৃত্তির পাশাপাশি ফুট-ফরমাস খাটতো।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুছ ছালেক জানিয়েছেন নিহত শিশুর গলায় দাগ দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের বিস্তারিত তদন্তের পর বলা যাবে তার মৃত্যুর কারণ।