দেশে ফিরছেন কাদের সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:৪৬,অপরাহ্ন ০৬ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। রবিবার বিকাল ৪টার দিকে তিনি ঢাকায় ফিরবেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী ফরিদ আহমদ।
তিনি জানান, প্রণব মুখার্জীর প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জীর শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে গেলেও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে।
কাদের সিদ্দিকী ২৭ আগস্ট ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আমন্ত্রণে সেখানে যান।