‘এপার বাংলার আতিথিয়তা আমাকে মুগ্ধ করে’
প্রকাশিত হয়েছে : ১:০৪:৪৩,অপরাহ্ন ০৬ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৩০ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
সৌমিত্র চট্টোপাধ্যায়। উপমহাদেশের প্রখ্যাত একজন অভিনেতা। সত্যজিত্ রায়ের ‘অপুর সংসার’ চলচ্চিত্রে যার অভিনয় আজও গেঁথে আছে তার ভক্তদের চোখে। ওপার বাংলার মতো এপার বাংলায়ও অসংখ্য ভক্ত আছে এই মানুষটির। তাই তো এদেশেও তার কদরটা কম হয় না। কথাটি বলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই। গত শুক্রবার বাংলাদেশ শিল্পকলায় শুরু হয়েছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উত্সব’। অনুষ্ঠানে অংশ নিতেই শুক্রবার ঢাকায় আসেন তিনি।
গতকাল জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সাংবাদিক ও নাট্যকর্মীদের এক আড্ডায় তিনি বলেন, ‘এপার বাংলার আতিথিয়তা আমাকে মুগ্ধ করে দেয়। তাদের কদর দেখে বুঝতে পারি তারা আমাকে কতটা ভালোবাসে।’ আড্ডায় সৌমিত্র চট্টোপাধ্যায় যেন নিজের জীবনের অনুচ্ছেদগুলো বর্ণনা করতে লাগলেন। অভিনয়, আবৃত্তি, নাট্যকার সব দিকেই তিনি অভিজ্ঞতায় পূর্ণ। এমনকি একটি নাট্যকার ও সাহিত্য বিষয়ক পত্রিকার সম্পাদক তিনি।
নিজের ক্যারিয়ার অভিজ্ঞতা ও ভবিষ্যত্ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিজ্ঞতা ও ত্যাগ কখনও বিফলে যায় না, যায়নি অতীতে, ভবিষ্যতেও যাবে না হয়তো। সেই সাথে সমাজ, রাষ্ট্র ও মানুষের জীবনের সাথে মিল রেখে কতটুকু প্রাসঙ্গিক আমাদের নাটক সেটার ওপরও অনেকাংশে নির্ভর করে।’ উদ্বোধনের দিন সন্ধ্যায় নাট্যোত্সবের উদ্বোধন শেষে সৌমিত্র চট্টোপাধ্যায় তার দল সংস্তব প্রযোজিত ‘ছাড়িগঙ্গা’ নাটকে অভিনয় করেছেন। তার নির্দেশিত এ নাটকে তিনি কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন।