কুলাউড়ার অপহৃত শাবি ছাত্রী রাজনগর থেকে উদ্ধার, আটক ৫
প্রকাশিত হয়েছে : ৯:১২:২৯,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৯২ বার পঠিত
মৌলভীবাজার আদালতে স্বাক্ষী দিয়ে ফেরার পথে ৭ই সেপ্টেম্বর অপহৃত হন কুলাউড়ার বাসিন্দা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত শারমীন (২২)। তাকে আজ রাজনগর উপজেলার দুগাঁও গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আব্দুর রহিমের মেয়ে ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষের ছাত্রী নুসরাত শারমীন মৌলভীবাজার আদালতে একটি মামলার স্বাক্ষী দিতে যান। আদালত থেকে একটি প্রাইভেট কারযোগে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের মহলাল বাজার এলাকা পৌঁছলে দুটি মোটরসাইকেল যোগে কতিপয় সন্ত্রাসী গাড়ীর গতিরোধ করে তাকে অপহরণ করে। অপহৃতার চাচা মাহমুদুল হাসান রাজনগর থানায় একটি অভিযোগ দায়ের করলে রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম, এসআই হিল্লোল রায়, এসআই আলাউদ্দিন, এসআই আজিজের নেতৃত্বে পুলিশ রাতে উপজেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। ভোরে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দুগাঁও গ্রাম থেকে অপহৃতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উদ্ধার করে। অভিযানকালে পুলিশ ঘটনার সাথে জড়িত রোকনুজাম্মান খাঁন (২৮), জুবেল আহমদ (২৬), মশাহিদুল ইসলাম (২৮), নুর আলী (২২), শাহান মিয়া (২৫) নামক ৫জনকে আটক করেছে। তাদের সবার বাড়ি মৌলভীবাজার ও রাজনগর উপজেলায় বলে পুলিশ জানায়। রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর চাচার থানায় অভিযোগ করলে রাতভর অভিযান চালিয়ে ভোরে উদ্ধার করা সম্ভব হয়। অপহরণকারীদেরও গ্রেপ্তার করা হয়।