২০ হাজার সিরীয় শরণার্থীকে পুনর্বাসিত করবে বৃটেন: ক্যামেরন
প্রকাশিত হয়েছে : ৯:৪২:০২,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৫১ বার পঠিত
বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সিরীয় শরণার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যুক্তরাজ্যের উচিত তার নৈতিক দায়িত্ব পূরণ করা। একই সঙ্গে পার্লমেন্টে একটি প্রস্তাব উপস্থাপন করে তিনি বলেছেন, এ পার্লামেন্টের মেয়াদ থাকা পর্যন্ত বৃটেনের উচিত ২০২০ সালের মধ্যে ২০ হাজার সিরীয় শরণার্থীকে পুনর্বাসিত করা। পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে বৃটিশ প্রধানমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে ২০,০০০ সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে বৃটেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও অনলাইন বিবিসি। তিনি বলেন, আমরা বিশ্বকে দেখাবো যে বৃটেন অসামান্য সহানুভূতির দেশ- আমরা আমাদের মূল্যবোধ রক্ষা করি ও অসহায়দের সাহায্য করি। পুনর্বাসন প্রক্রিয়ায় অসহায় ও এতিম সিরীয় শিশুদের অগ্রাধিকার দেয়া হবে বলে মন্তব্য করেন তিনি। গত সপ্তাহে আরও ১০ কোটি ডলার অর্থ সহযোগিতা দেয়। এ পর্যন্ত ১০০ কোটি ডলারের বেশি অর্থ সহযোগিতা দিয়েছে সিরিয়াকে। এ বিষয়টিও উল্লেখ করেন তিনি। এদিকে এর আগে ফ্রান্স আনুষ্ঠানিক এক ঘোষণায় আগামী ২ বছরে ২৪ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে।