এবার প্রমোশনে
প্রকাশিত হয়েছে : ১০:০৯:৫৩,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২১ বার পঠিত
অনেকটা হুট করেই চলচ্চিত্রে আগমন ঘটেছে জনপ্রিয় উপস্থাপক নুসরাত ফারিয়ার। প্রথম চলচ্চিত্রের অভিজ্ঞতা। আর সেটাও বেশ বড় পরিসরে। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মাণ হওয়া ‘আশিকী’ ছবিতে অভিনয় করেছেন নুসরাত। এতে কলকাতার জনপ্রিয় নায়ক অংকুশের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন তিনি। এরই মধ্যে ছবিটি শুটিং ও অন্যান্য কাজ শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে আসছে কোরবানির ঈদেই মুক্তির মিছিলে যোগ দেবে নুসরাতের ‘আশিকী’। বর্তমানে ছবির প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন এই মডেল-উপস্থাপক ও অভিনেত্রী। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ছবির প্রচার-প্রচারণায় খুবই ব্যস্ত সময় যাচ্ছে। সমপ্রতি কলকাতায় ‘আশিকী’র প্রমোশনে অংশ নিয়েছি। যত দিন যাচ্ছে প্রত্যাশার মাত্রা ততই বাড়ছে। এখন দেখা যাক কি হয়। এদিকে চলচ্চিত্র জগতে পা রাখা নতুন এ অভিনেত্রীর আজ জন্মদিন। বিশেষ এ দিনকে ঘিরে তেমন কোন আয়োজন না থাকলেও সারা দিন পরিবারকেই সময় দেবেন বলে জানিয়েছেন নুসরাত।