৮ বছরের শিশুকে খুঁটিতে বেধে নির্যাতন
প্রকাশিত হয়েছে : ৯:৪১:৩১,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৬৬ বার পঠিত
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় ডাব চুরির অপরাধে ইয়াছিন নামের ৮ বছরের এক শিশুকে খুঁটিতে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার স্থানীয় আব্দুস সালাম পাটোয়ারীর গাছ থেকে দুটি ডাব চুরি করে শিশু ইয়াছিন। বিষয়টি শোনার পর বুধবার সকালে ৬টার দিকে ইয়াছিনকে বাড়ি থেকে নিয়ে আসেন তিনি। এরপর দোকানের খুঁটির সঙ্গে বেঁধে আব্দুস সালাম পাটোয়ারী, বিএনপি নেতা দেলোয়ার হোসেনসহ কয়েকজন মিলে ইয়াছিনকে লাঠি দিয়ে দফায় দফায় মারধর করে ফেলে রাখে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুস সালাম পাটোয়ারী ও দেলোয়ার হোসেনসহ ৩জনকে আটক করে। শিশুটিকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া জানান, পরিবারের পক্ষ থেকে মামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।