ফাঁদে পড়লেন পপি
প্রকাশিত হয়েছে : ১০:৪০:১৪,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৪০ বার পঠিত
ডাকসাইটে মডেল হিসেবে কাজ করা শুরু করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। নিয়মিত কাজ করছেন তিনি। তবে এ পেশায় এসে বেশ বিপাকে পড়তে হচ্ছে তাকে। কোনভাবে মানিয়ে নিতে পারছেন না নিজেকে। এরই মধ্যে এক ব্যবসায়ীর ফাঁদে পড়েছেন পপি। তার খপ্পরে পড়ে বেশ কয়েক রাত তাকে আটকে থাকতে হয়েছে। এ অবস্থা থেকে মুক্তি চেয়েছেন পপি। পরে উদ্ধার করার জন্য নবাগত এক মডেল এগিয়ে আসেন। পপির এ ঘটনা সত্যি। তবে বাস্তব জীবনের নয়। ‘এক্সপ্রেশন অব লাভ’ নাটকে পপিকে সাজতে হয়েছে একজন ডাকসাইটে মডেল। এটি পরিচালনা করেছেন বিইউ শুভ। নাটকে অভিনয় প্রসঙ্গে পপি জানান, একটি ব্যতিক্রমী গল্প। চরিত্রটাও দারুণ। এমন চরিত্রে এবারই প্রথম। রাত জেগে শুটিং করতে হয়েছে। অনেক কষ্ট হয়েছে বটে। তবে কাজটা ভাল হয়েছে। শুভ অনেক যত্ন করে নির্মাণ করেন। এক কথায় ভাল লেগেছে অভিনয় করে। দর্শকেরও ভাল লাগবে বলে আশা করছি। এ নাটকে পপি ছাড়াও অভিনয় করেছেন নবাগত অভিনেতা সোহেল সিরাজ। আসছে কোরবানির ঈদে এটি একুশে টেলিভিশনে প্রচার হবে বলে নির্মাতা বিইউ শুভ জানান। রূপ, সৌন্দর্য ও অভিনয় গুণে একসময় ঢাকাই চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করলেও এখন সেখানে পপির নেই কোন ব্যস্ততা। তবে বিশেষ দিবসে টিভি পর্দায় হাজির হন তিনি। বিশেষত প্রতি ঈদেই বিভিন্ন চ্যানেলে একাধিক নাটকে অভিনয় করতে দেখা যায় পপিকে। গেল ঈদেও ‘ভালোবাসায় দুজনায়’ নাটকে অভিনয় করেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন হাসান জাহাঙ্গীর ও মিমো।