কমলগঞ্জে ট্রেনে কাটা অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৯:২৭:৫৮,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৩২ বার পঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূরে হোম সিগনাল এলাকায় ট্রেনে কাটা অজ্ঞাত নামা (৪২ বছর) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল জিআরপি থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার রম্নস্ত্মম আলী ফকির জানান, বৃহস্পতিবার ভোরে ভানুগাছ রেল স্টেশনের আপ সিগনাল এলাকার রেলপথের ধারে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশ দেখতে বৃহষ্পতিবার ভানুগাছ রেলষ্টেশনের অদুরে শত শত মানুষ ভিড় করেন। এ ঘটনার সংবাদ শ্রীমঙ্গলস্থ জিআরপি থানায় অবহিত করলে উপ-পরিদর্শক ইয়াছিন আরাফাত দুপুরে এসে সুরতহাল তৈরীর পর লাশটি উদ্ধার করে ময়না তদন্ত্মের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। উপ-পরিদর্শক ইয়াছিন আরাফাত ট্রেনে কাটা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ডান হাত দেহ থেকে বিচ্ছিন্ন ও মাথা ফাটা রয়েছে। ধারনা করা হচ্ছে হয়তো ট্রেনের উপর থেকে পড়ে এ মৃত্যু হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল জিআরপি থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।