আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
প্রকাশিত হয়েছে : ৯:৫১:৩৪,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২৬ বার পঠিত
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ অনেক সম্মাননা ও আজীবন সম্মাননাই পেয়েছেন উপমহাদেশের কিংবদন্তিু শিল্পী রুনা লায়লা। তবে এবার প্রথম কোন রিয়েলিটি শো’র পক্ষ থেকে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন তিনি। আগামীকাল রাত সাড়ে ৭টায় চ্যানেল আই’র জনপ্রিয় রিয়েলিটি শো ‘বুস্টার এনার্জি বিস্কুট চ্যানেল আই ক্ষুদে গান রাজ সিজন-৫’ এর মহাউৎসব অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে রুনা লায়লাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে রুনা লায়লার সম্মানে তার গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন অপি করিম। ক্ষুদে গান রাজের প্রধান দুই বিচারক ফেরদৌস আরা এবং এস আই টুটুলের সঙ্গে এদিন অতিথি বিচারকের দায়িত্বও পালন করবেন তিনি। ক্ষুদে গান রাজের পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন ইজাজ খান স্বপন। সিজিল মির্জা ও আনিকা জেবা’র উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।