চ্যালেঞ্জের মুখে রুনা খান
প্রকাশিত হয়েছে : ১০:০৭:০২,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৬৯ বার পঠিত
অভিনয় মাধ্যমে একজন ভিন্ন ঘরানার শিল্পী হিসেবে রুনা খান এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। আর তার শিল্পীসুলভ আচরণ ও অভিনয়শৈলী ভাল লেগে যায় আসাদুজ্জামান নূর ও সারা যাকেরের। সে সূত্রেই দুজনের আলোচনাসাপেক্ষে দীর্ঘ এক যুগ পর মঞ্চায়ন হতে যাওয়া ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকে লাইলী চরিত্রে রুনা খানকে নির্বাচিত করা হয়। আগামীকাল সন্ধ্যা সাতটায় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। এর আগে লাইলী চরিত্রে সারা যাকের, নিমা রহমান ও বিপাশা হায়াত অভিনয় করলেও এবারই প্রথম এই চরিত্রে অভিনয় করবেন রুনা খান। বিষয়টি নিয়ে যেমন উচ্ছ্বসিত তিনি তেমন শঙ্কিতও বটে। রুনা খান বলেন, যেহেতু এর আগে লাইলী চরিত্রে তিনজন গুণী ও মেধাবী শিল্পী অভিনয় করেছেন তাই নিজের মাঝে কিছুটা ভয় কাজ করছে যে আমি সঠিকভাবে লাইলী চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবো কি না। তবে আমার আত্মবিশ্বাস, আমি পারবো। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আসাদুজ্জামান নূর ভাই এবং সারা আপার (সারা যাকের) প্রতি। আমার প্রতি তাদের অগাধ বিশ্বাস লাইলী চরিত্রে কাজ করা আমাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। কালকের সন্ধ্যাটা হয়তো আমার জীবনে স্মরণকালের সন্ধ্যা হয়ে থাকবে। দর্শকের মুগ্ধতা নিয়ে যেন গন্তব্যে পৌঁছুতে পারি সেই প্রত্যাশায় সময় কাটছে লাইলীকে অন্তরে ধারণ করে। নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের রূপায়ণ ও নির্দেশনায় রয়েছেন আসাদুজ্জামান নূর। উল্লেখ্য, ২০০৫ সালে রুনা খান সর্বশেষ খালেদ খানের নির্দেশনায় ‘কাল সন্ধ্যা’ নাটকে অভিনয় করেছিলেন। দীর্ঘ দশ বছর পর তিনি আবার মঞ্চে অভিনয় করবেন।