ছেলেরা ‘বিএনপির সভায়’ : বৃদ্ধ বাবাকে মারধর আ’লীগ নেতার
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:০৬,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২৫ বার পঠিত
ছেলেরা বিএনপির কাউন্সিলে যোগ দিয়েছেন এমন অভিযোগে তাদের বৃদ্ধ পিতাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
জানা গেছে, গত বৃহস্পতিবার পিরোজপুর জেলার শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়। আর এতে স্থানীয় জুতা ব্যবসায়ী আব্দুল জলিলের (৮০) দুই ছেলে জুয়েল ও সোহেল উপস্থিত ছিলেন এমন অভিযোগ করে শুক্রবার সকালে তা শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব বেপারী জলিলের কাছে জানতে চান। এ নিয়ে তার সঙ্গে আব্দুল জলিলের কথা কাটাকাটি হয়। একপর্যায় আলতাব বেপারি বৃদ্ধ জলিলকে কিল ঘুষি মারেন।
নাম প্রকাশে অনিচ্ছিুক ওই বন্দরের এক ব্যবসায়ী জানান, আলতাব বেপারি ইতিপূর্বেও ওই বন্দরের পান্নু মিয়া, মতি মোল্লা, নুরু খান, মুজিবর, আলী হায়দার ও সুখরঞ্জন রায়কে মারধর করেছে। তিনি স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক বেপারীর চাচাতো ভাই হওয়ার সুবাদে প্রায়ই বিভিন্ন অপরাধ করে আসছেন।
অভিযুক্ত আলতাফ বেপারীর জানান, ব্যবসায়ী জলিল একজন রাজাকার। তার কর্মকা-ের জন্য তাকে মারা হয়েছে।