সড়ক দুর্ঘটনায় শৈলকুপার কলেজ ছাত্রী নিহত
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:১৫,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৩১ বার পঠিত
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংরপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় তুষি খাতুন (২৫) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। তুষি শৈলকুপা উপজেলার কুমিরাদহ গ্রামের মতিউর রহমানের মেয়ে। এসময় তার ভাই ও ভাবী আহত হয়। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, তুষি খাতুন, তার ভাই ও ভাবী মোটর সাইকেল যোগে ঝিনাইদহে আসছিল। পথিমধ্যে সদর উপজেলার কোদালিয়া মোড়ে এলে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তুষি খাতুন এবং তার ভাই ও ভাবী আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুষি খাতুন ঝিনাইদহ সরকারী কে সি কলেজের মাষ্টার্সের শেষ বর্ষের ছাত্রী ছিলেন।