মইয়ে দাঁড়িয়ে মোশাররফ করিম
প্রকাশিত হয়েছে : ১১:১৯:৪২,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১৮ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
একটি সিডি ক্যাসেটের দোকান দিয়েছেন মোশাররফ করিম। সেটার কাজ নিয়েই ব্যস্ত তিনি। প্রতিদিন নিয়ম করে সময় দিচ্ছেন দোকানে। নানা রকমের ক্রেতা তার কাছে সিডি কিনতে আসেন। কিন্তু এত সব ব্যস্ততার মাঝে হঠাৎ মইয়ের ওপর উঠলেন কেন মোশাররফ করিম। শুধু তাই নয়, মইটি নিয়ে তিনি এদিক-সেদিক ছুটোছুটি করে যাচ্ছেন। এসব কাজ কেন করে বেড়াচ্ছেন মোশাররফ করিম? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ঈদ উপলক্ষে নির্মাণ হওয়া নাটক ‘আজ শুভ জন্মদিন’-এ। এতে মোশাররফ করিমকে দেখা যাবে একজন সিডি দোকানদারের চরিত্রে। অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, এটি ভিন্নধর্মী একটি নাটক। গল্পটি বেশ দারুণ। দর্শকের জন্য অনেক বার্তা রয়েছে। আশা করছি সবার ভাল লাগবে। মোশাররফ করিম ছাড়া এ নাটকটিতে আরও অভিনয় করেছেন তাহসান ও ফারিয়া শাহরিন। এটি পরিচালনা করেছেন জীবন শাহাদাত। রোদ্দুর প্রযোজিত এ নাটকটি আসছে কোরবানির ঈদে বাংলাভিশনের প্রচার হবে বলে জানান তিনি।