খালেদার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক রাতে
প্রকাশিত হয়েছে : ৯:১৪:৫২,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২৬ বার পঠিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকায় সফররত কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। আজ রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান মানবজমিনকে এ তথ্য জানান। কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে তিনদিনের সরকারি সফরে গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন।