প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণের শিকার
প্রকাশিত হয়েছে : ৯:২৪:০৪,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২১৬ বার পঠিত
খুলনার পাইকগাছায় প্রতিবন্ধী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। ধর্ষকরা অচেতন কিশোরীকে পানিতে ফেলে দিলে স্থানীয় এক দম্পত্তি তাকে উদ্ধার করে। গত দু’দিনেও কিশোরীর জ্ঞান ফিরেনি বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে চাঁদখালী বাজার সংলগ্ন আশ্রয়ন প্রকল্প এলাকায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য এসনেয়ারা খানম জানান, উপজেলার মৌখালী গ্রামের হতদরিদ্র রহমত আলী সরদারের মানসিক প্রতিবন্ধী মেয়ে (১৫) গত বুধবার বিকেলে বাড়ী থেকে বের হয়ে চাঁদখালী বাজারের দিকে যায়। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার পর ৪/৫ জন দুর্বৃত্ত তাকে চেতনানাশক খাইয়ে অচেতন করে চাঁদখালী বাজার সংলগ্ন এলাকায় নিয়ে গণধর্ষণ করে। পরে অচেতন অবস্থায় কিশোরীকে আশ্রয়ন প্রকল্পের পুকুরে ফেলে দিলে পানির শব্দে আশ্রয়ন প্রকল্পের এক দম্পত্তি ছুটে গিয়ে কিশোরীকে উদ্ধার করে। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরের দিন বৃহস্পতিবার সকালে তার পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে গেলেও এখনও তার জ্ঞান ফিরেনি বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানান। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মুনছুর আলী গাজী জানান, গতকাল সকালে ঘটনাটি শুনেছি। তবে কারা এ ঘটনাটি ঘটিয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনও পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হচ্ছে ওসি আশরাফ হোসেন জানান।