বিয়ে করলেন কাজী আসিফ
প্রকাশিত হয়েছে : ১০:০৭:৫৬,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৯২ বার পঠিত
বিয়ে করেছেন মডেল-অভিনেতা কাজী আসিফ। কনে কাজী অর্নি রহমান কানাডাপ্রবাসী। গত ৭ই সেপ্টেম্বর ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর একটি রেস্তোরাঁয় তাদের বিয়ে সম্পন্ন হয়। এ সময় শুধু দুই পরিবারের আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে আসিফ বলেন, অনেকটা হুট করেই বিয়েটা হলো। আমাদের দুই পরিবারের আত্মীয়স্বজনরা মিলে এর আয়োজন করেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তবে এখন কোন বড় অনুষ্ঠান না করলেও আগামী বছর বিবাহত্তোর সংবধর্নায় সবাইকে জানাবেন আসিফ। তার স্ত্রী অর্নি পেশায় কানাডার নিবন্ধিত নার্স। পাশাপাশি মনোবিজ্ঞানে পড়াশোনা করছেন। এক বছর ধরে কাজী আসিফের সঙ্গে তার পরিচয়। এরপর তা প্রণয়ে পরিণত হয়। আসিফের গ্রামের বাড়ি যশোরে, অর্নিদের বরিশালে। মুঠোফোন কোম্পানি সিটিসেলের বিজ্ঞাপনের মাধ্যমে বেশ আলোচনায় আসেন এ মডেল অভিনেতা। এরপর একাধিক বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেন কাজী আসিফ।