ফারিয়ার অভিষেক হচ্ছে কলকাতায়
প্রকাশিত হয়েছে : ১০:১৮:৫৩,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২২ বার পঠিত
হঠাৎ করেই চলচ্চিত্রে আগমন নুসরাত ফারিয়ার। চলতি বছর শুটিং শুরু হয় তার অভিনীত ক্যারিয়ারের প্রথম ছবি ‘আশিকী’র। শুটিং শেষে এরই মধ্যে মুক্তির মিছিলেও যোগ দেয় এটি। এ ছবির মাধ্যমে ১৮ই সেপ্টেম্বর কলকাতায় অভিষেক হচ্ছে ফারিয়ার। কারণ এদিনই ছবিটি মুক্তি পাচ্ছে সেখানে। আর বাংলাদেশে কোরবানি ঈদের দিন মুক্তির পাচ্ছে ছবিটি। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে নুসরাত অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক অঙ্কুশের বিপরীতে। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। বড়পর্দায় অভিষেক প্রসঙ্গে ফারিয়া মানবজমিনকে বলেন, আসলে কি বলবো বুঝতে পারছি না। খুব টেনশন হচ্ছে। বলতে পারেন আমার ঘুম হারাম হয়ে গেছে। কলকাতার দর্শক আমাকে কিভাবে নেবেন আর ঈদে বাংলাদেশেই বা কতটুকু গ্রহণযোগ্যতা পাবো এসব নিয়ে খুব চিন্তিত। অবশ্য আগে আমার আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও এখন অনেক ভয় পাচ্ছি। এ বছর ‘আশিকী’তে কাজ শুরুর আগেও টিভিপর্দায় একাধিক অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে ফারিয়াকে। তবে চলচ্চিত্রের কারণে উপস্থাপনা দিয়ে দর্শক মন জয় করা এ মডেল-উপস্থাপক আপাতত কোন টিভি অনুষ্ঠানে কাজ করছেন না।