সিরাজগঞ্জে ইকোপার্কে কলেজ ছাত্রী ধর্ষণ, আটক ২
প্রকাশিত হয়েছে : ৭:৩৯:৪৯,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৩৬ বার পঠিত
বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে সিরাজগঞ্জের ইকোপার্কে এক কলেজ ছাত্রীকে তার বন্ধু ধর্ষণ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে বন্ধু ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। রোববার বিকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত ইকোপার্কের গভীর জঙ্গলে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র খামার উল্লাপাড়া গ্রামের হেলাল হোসেনের ছেলে সোহেল রানা (১৯) এবং তার সহযোগী একই গ্রামের নাসির আকন্দের ছেলে কবির হোসেন (২০)।
সেতু থানার উপ-পরিদর্শক আজগর আলী জানান, বেলকুচি উপজেলার চকমাহমুদ গ্রামের মালেশিয়া প্রবাসীর মেয়ে ও রাজাপুর ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী ও একই কলেজের ২য় বর্ষের ছাত্র সোহেল রানা’র মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। সম্পর্কের কারনে সোহেল রানা ও তার সহযোগী মিলে মেয়েটিকে ফুসলে বেড়ানোর কথা বলে ইকোপর্কে নিয়ে যায়। একপর্যায়ে সোহেল রানা মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পার্ক কর্তৃপক্ষ সোহেল রানা ও তার সহযোগী কবিরকে আটক করে পুলিশে সোর্পদ করেন। এসময় মেয়েটিকে রক্ষাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় রাতে মেয়েটির মা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় ধর্ষন মামলা করেছেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, মেয়েটির প্রচুর রক্ষক্ষরণ হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে পুলিশ পাহারায় রয়েছে।