মহানবীকে (সা.) অবমাননা: ওয়েবসাইট ও ফেসবুক পেইজ বন্ধের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ৮:১১:৪০,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৬০ বার পঠিত
মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর কনটেন্ট থাকায় দুটি ফেসবুক পেইজ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনটি দায়ের করেন সাংবাদিক আরিফুর রহমান। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা সাবিনা আহমেদ মৌলি। তিনি বলেন, সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের একটি পেইজ এবং একটি ওয়েবসাইটে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য রয়েছে। এ মন্তব্যগুলো নিয়ে আরিফুর রহমান শাহজাহানপুর থানায় এজাহার করতে গেলে তা গ্রহণ করা হয়নি। এরপর তিনি হাইকোর্টে বৃহস্পতিবার রিট করেন। মঙ্গলবার হাইকোর্ট ফেসবুকের ওই পেইজ এবং ওই ওয়েবসাইট বন্ধ করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন।