যশোরের বেনাপোলের একটি বাড়ি থেকে এক তরুণীসহ আতিকুর রহমান রনি (২৫) নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। এ সময় ওই তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে রনিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বেনাপোল পৌরসভার পাঠবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করে নিয়ে আসে পুলিশ। আটক রনি শার্শা উপজেলার যাপদপুর গ্রামের রমজান আলীর ছেলে ও নাভরণ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
স্থানীয়রা জানান, রনি ওই তরুণীকে বেড়ানোর কথা বলে সোমবার রাতে বেনাপোলের পাঠবাড়ি গ্রামে তার এক আত্মীয়ের বাসায় নিয়ে আসে। সে ওই তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে রাতে এক ঘরে অবস্থান করে। তবে তাদরে আচরণ আর চালচলনে এলাকাবাসীর সন্দেহ হলে গতকাল মঙ্গলবার সকালে তারা রনিকে চ্যালেঞ্জ করে। পরে এলাকাবাসী ছাত্রলীগ নেতা রনিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর পাঠালে পুলিশ ঘটনাস্থল থেকে রনিসহ ওই তরুনীকে আটক করে।
যোগাযোগ করা হলে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) রহিম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, রনির বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে দুইজনকেই যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।