ফেনীতে প্রতিবন্ধি কিশোরী ধর্ষণ
প্রকাশিত হয়েছে : ৯:০৪:০৭,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৫০ বার পঠিত
ফেনীর সোনাগাজীতে ১৩ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ করেছে বখাটেরা। সোমবার রাতে উপজেলার কোর্ট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ওই কিশোরীর মা বিবি রহিমা বাদী হয়ে ধর্ষকদের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক আকবর ও রাসেল পলাতক রয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর নবী লিটন জানান, সোনাগাজী উপজেলার কোর্ট এলাকার আবুল কাশেমের ছেলে আকবর ও নুর নবীর ছেলে রাসেল ওরফে কালা রাসেল দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানা ভাবে উপ্তক্ত করে আসছে। বিষয়টি কিশোরীটির পরিবারের পক্ষ থেকে একাধিকবার আকবরের মামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকনকে অবহিত করা হয়। তিনি কোন ব্যবস্থা না নেওয়ায় ‘বখাটেরা’ উপ্তক্তের মাত্রা বাড়িয়ে দেয়। সোমবার রাতে ওই কিশোরীর মা গৃহপরিচারিকা কাজের উদ্দেশ্যে বাসার বাইরে গেলে বিদ্যুৎ না থাকা ‘বখাটে’ আকবর ও রাসেল ঘরে প্রবেশ করে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে। এসময় তার শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষণকরা পালিয়ে যায়। খবর পেয়ে তিনিসহ (স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর নবী লিটন) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষিত কিশোরীর বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ‘হাসপাতালে একটি কিশোরীর মেডিকেল টেস্ট করানো হয়েছে। এটির রির্পোট এখনও আমি হাতে পায়নি। রির্পোট পেলে পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো’।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশিদ জানান, এ ঘটনায় কিশোরীর মা বিবি রহিমা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নিয়াতন আইনে ধর্ষনের মামলা দায়ের করেন। মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন।