ময়মনসিংহের গফরগাঁওয়ের নিগুয়ারি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহর উদ্দিন (৬০) দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে খুন হয়েছেন। তিনি গফরগাঁও উপজেলার (পাগলা) মাখল গ্রামের মৃত শামসুদ্দিনের পুত্র। গত রাত সাড়ে ৯টার দিকে পাশের ডুবাইল গ্রামের খোকা মিয়ার চা’য়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই আব্দুল হামিদ জানান, তার ভাই মোহর আলী খোকা মিয়ার দোকানে বসে চা পান করছিল। এসময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে পেছন দিক দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পড়ে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য শামসুদ্দিনের সহযোগীতায় গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া জানান, ডোবাইল গ্রামের জনৈক ব্যক্তির চায়ের দোকানের সামনে দুর্বত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।