সংসার ভেঙে গেল কঙ্কনার
প্রকাশিত হয়েছে : ৯:৫০:৫৬,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২৬ বার পঠিত
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অপর্ণা সেনের কন্যা অভিনেত্রী কঙ্কনা আলাদা থাকছেন। স্বামী অভিনেতা রণবীর শোরের সঙ্গে সম্পর্কটা মোটেই ভাল যাচ্ছে না তার। অতঃপর কঙ্কনা সোমবার নিজেই টুইটারে জানিয়েছেন, আমি আর রণবীর আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর পরও আমরা বন্ধু থাকব। আর আমাদের ছেলের দায়িত্বও দুজনে সামলাব। বিয়ের পাঁচ বছর পর অভিনেতা রণবীর শোরের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন কঙ্কনা সেন শর্মা। ২০০৭-এ প্রথম দেখা রণবীর-কঙ্কনার। একে অপরকে ভাললাগার সেই শুরু। ২০১০-এ সাতপাকে বাঁধা পড়েন তারা। এর পর মুম্বইতেই একসঙ্গে থাকতে শুরু করেছিলেন। তাদের ছেলে হারুনের বয়স এখন চার। মা-বাবা আলাদা হয়ে গেলে হারুন কার কাছে থাকবে সে ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হারুন জন্মাবার কিছুদিন পর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডে। কিন্তু সে সময় মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই। তবে কঙ্কনা এবং রণবীরের সম্পর্ক যে আর আগের মতো নেই তা ভালভাবেই বুঝতে পারছিলেন তাদের ঘনিষ্ঠজনেরা। ইদানীং কলকাতাতে মায়ের কাছেই বেশি থাকছেন কঙ্কনা। তবে বিবাহবিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকবে বলেই জানিয়েছেন তারা। ‘ট্রাফিক সিগনাল’, ‘মিক্সড ডাবলস’, ‘গৌর হরি দস্তান’-এর মতো ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন কঙ্কনা ও রণবীর।