‘এখানে সত্যিকারের আরফিন রুমিকে সবাই খুঁজে পাবেন’
প্রকাশিত হয়েছে : ১০:০০:১৪,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১৫ বার পঠিত
চলতি সময়ের জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক আরফিন রুমি। হাবিব ওয়াহিদ-পরবর্তীদের মধ্যে সংগীতাঙ্গনে একটি নতুন ধারা নিয়ে এসেছেন। বর্তমানে অ্যালবাম, প্লেব্যাক ও স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এ শিল্পী। নিজের সাম্প্রতিক ব্যস্ততা, কাজ ও গানের বিভিন্ন বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন আরফিন রুমি। তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন
কি অবস্থা? কেমন আছেন?
আলহামদুলিল্লাহ্ অনেক ভাল আছি। আসলে ভক্ত-শ্রোতাদের ভালবাসা নিয়মিত পেলে কে না ভাল থাকে। আমার বেলায়ও সেরকমটাই। নিয়মিতই ভক্তদের চমকে আমি চমকিত হই। তাই ভক্তদের নিয়ে ভালই আছি।
ব্যস্ততা কি নিয়ে?
পুরো ব্যস্ততাই গানকে ঘিরে। বর্তমানে কক্সবাজারে রয়েছি। নবীন শিল্পী অনিকা ইবনতের একক অ্যালবামে আমি একটি গান করেছিলাম। ‘চোখের সুরমা’ নামক এ গানের মিউজিক ভিডিওর শুটিং চলছে এখানে। এটি নির্মাণ করছেন রম্য খান। আর নিয়মিত স্টুডিওতে গান করে যাচ্ছি। গান নিয়ে এক্সপেরিমেন্ট করছি অনেক। বেশ কিছু মেধাবী তরুণ শিল্পীর ফিচারিংয়ের কাজ করছি। চলচ্চিত্রের গান করছি। এইতো।
গেল ঈদেই তিনটি গান নিয়ে আপনার ভিডিও অ্যালবাম প্রকাশ পেয়েছে। সাড়া কেমন পাচ্ছেন?
অভাবনীয় সাড়া পাচ্ছি। এখনও যে শ্রোতারা আমার গান পছন্দ করেন এ অ্যালবাম তারই প্রমাণ। ‘কিছু কথা আকাশে পাঠাও’ শিরোনামের তিনটি গানের ভিডিও নিয়ে সংগীতার ব্যানারে অ্যালবামটি প্রকাশ পেয়েছিল। শীর্ষ সংগীতটির সাড়া পেয়েছি অকল্পনীয়। আমি এতটা প্রত্যাশা করিনি। গানটির ভিডিওটিও অনেক পছন্দ করেছেন আমার ভক্ত-শ্রোতারা। এখানে আমাকে বেশ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল। সব মিলিয়ে এ গানের সাড়ায় আমি অভিভূত।
একক অ্যালবামের খবর কি?
আমি নিয়মিত নতুন গান তৈরি করে যাচ্ছি। বেশ কিছু গান এরই মধ্যে তৈরি করেছি। কোন টার্গেট নিয়ে অ্যালবাম করছি না। তবে বছরের শেষের দিকে একক অ্যালবামটি প্রকাশের সম্ভাবনা আছে। এখানে সত্যিকারের আরফিন রুমিকে সবাই খুঁজে পাবেন। আমি মূলত একজন রকার। রক গানের প্রতি আমার ভালবাসা সেই শুরু থেকে। হাবিব ভাই ও ফুয়াদ ভাইয়ের সঙ্গে কাজ করার সময়ও আমি অনেক রক গান করেছি। সমালোচকরা হয়তো বলে আরফিন রুমি একটা গ-ির মধ্যে আটকে আছে। আসলে কিন্তু তা নয়। পাবলিক ডিমান্ড বলে একটি কথা রয়েছে। সে কারণেই আমি মেলোডি গান শুরু করেছিলাম। যে ধারাটি শুরু করেছিলাম সেটা কিন্তু শ্রোতারা পছন্দ করেছেন। তারা বারবার এরকম গান চেয়েছেন বলেই তাদের ডিমান্ড আমার পূরণ করতে হয়েছে। আর এ ধারা থেকেই কিন্তু আমার সুর-সংগীতে শফিক তুহিন ভাই, শহীদ ভাই, কাজী শুভ ভাই, ইমরান, পড়শীরা সফলতা পেয়েছেন। তবে এবারের অ্যালবামে আমি ধরন পরিবর্তন করছি। অ্যালবামটির মাধ্যমে সমালোচকদের ধারণাও বদলাবে আশা করি।
তাহলে কি রকটাকে প্রাধান্য দিচ্ছেন?
আমি রক গান করেই মূলত অভ্যস্ত। স্টেজে আমি একসময় এত নিয়মিত ছিলাম যে ৩০ দিনে ৫০টি শোও করা হয়েছে। এখন পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি স্টেজ শো করেছি। এখন সিলেক্টিভ শোগুলো শুধু করছি। ‘আরফিন রুমি অ্যান্ড ফ্রেন্ডস’ নিয়ে বড় শোগুলোতে অংশ নিচ্ছি। পাশাপাশি ক্যারিয়ারের পঞ্চম অ্যালবামের কাজ করছি। হ্যাঁ, নতুন অ্যালবামে রক গানের প্রাধান্য বেশি থাকবে। হাই স্কেলের বেশ কিছু রক গান আমি তৈরি করেছি। এবার আসলে আমি আমাকে বিচার করবো। আমার মূলত যে স্টাইল সেটাই তুলে ধরবো এসব গানে।
একজন শিল্পী হিসেবে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা এখন কেমন মনে করছেন?
মধ্যে অনেক খারাপ একটা সময় আমরা অতিক্রম করেছি। তবে এখন ইন্ডাস্ট্রির অবস্থা ভালর দিকে যাচ্ছে। কিছু সমস্যা আসলে থেকে গেছে। ফ্রি ডাউনলোড, পাইরেসি কিংবা রয়্যালিটির বিষয়গুলো আসলে নিজেদেরই সমাধান করতে হবে। এর জন্য সম্মিলিত প্রয়াস দরকার।