সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৬:০৪:৫৭,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৭১ বার পঠিত
সিরাজগঞ্জ শহরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আপন খালাতো ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১টার শহরের ভাঙ্গাবাড়ি মিলন মোড় এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় আনা হয়। গ্রেপ্তারকৃত জীবন সেখ (২২) ওই এলাকার শাহজাহান আলীর ছেলে। নির্যাতিত শিশুটি হৈমবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ও শহরের আরশিনগর আবাসিক এলাকার বাসিন্দা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে ফেরার পর শিশুটি বাড়িতে একাই ছিল। খালাতো ভাই জীবন ওই সময় বাড়িতে গিয়ে ঘরের মধ্যে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে চিৎকার শুরু করলে সে শিশুটিকে গোসল করিয়ে আলামত নষ্ট করে ওই বাড়িতে রেখেই চলে যায়। ঘটনার সময় শিশুটির মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজে ব্যস্ত ছিল। দুপুর ১টার দিকে শিশুটি মায়ের কাছে গিয়ে ধর্ষণের ঘটনার কথা জানায়। রাত ১০টার দিকে শিশুটির মা থানায় এসে লিখিত অভিযোগ করায় তাৎক্ষণিক অভিযানে জীবনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। বুধবার সকালে শিশুটির মেডিক্যাল পরীক্ষা করানো হবে।