বুড়িগঙ্গা থেকে ২ জনের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:৫২,অপরাহ্ন ১৭ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২২৪ বার পঠিত
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন স্কুলছাত্র। অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি। বুধবার দুপুরে নদীর ধাউচর ও রাতে পানগাঁও এলাকায় লাশ দুটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এর মধ্যে কেরাণীগঞ্জ মডেল থানার ধাউচরে পাওয়া যায় ঢাকার মিরপুর এলাকার বসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র তমালের লাশ। সে গত সোমবার স্কুল পালিয়ে এক সহপাঠীর সঙ্গে গাবতলী এলাকায় নদীতে গোসল করতে যায়। এসম ডুবে গিয়ে নিখোজ হয়। তখন অনেক খোঁজাখুঁজি করেও তমালকে পাওয়া যায়নি। বুধবার দুপুরে ধাউচর এলাকায় লাশ ভাসার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে তমালের লাশ সনাক্ত করেন। এছাড়া রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের পানগাঁও এলাকার বুড়িগঙ্গা নদীতে আরেকটি লাশ পাওয়া যায়। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল কালো ট্রাউজার ও সাদা টিশার্ট। ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।