কঙ্গনার প্যারিস জয়
প্রকাশিত হয়েছে : ৮:১৪:১০,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২০ বার পঠিত
বিনোদন প্রতিনিধি,
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ওপর সত্যি যেন ভাগ্যদেবী ভর করেছে। তাই তো ধারাবাহিকভাবে একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন তিনি। দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এরই মধ্যে পেয়েছেন কঙ্গনা। চলতি প্রজন্মের মধ্যে এমন সাফল্য আর কোন অভিনেত্রী দেখাতে পারেননি। শুধু তাই নয়, ব্যবসাসফল ছবি ও সম্মানির দিক দিয়েও এগিয়ে তিনি। তবে এবার নতুন আরও একটি মাইলফলক স্থাপন করলেন এ অভিনেত্রী। নিজের নতুন ছবির মাধ্যমে ভারত ছাড়িয়ে প্যারিস জয় করলেন কঙ্গনা। তার অভিনীত ‘কাটি বাত্তি’ ছবিটি বর্তমানে রয়েছে মুক্তির অপেক্ষায়। ভারতে আগামী কয়েকদিনের মধ্যে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই ছবিটির একটি প্রিমিয়ার অনুষ্ঠিত হলো প্যারিসের গাউমন্ট অপেরা হাউসে। আর সেই প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা। এ অভিনেত্রীর আগমন উপলক্ষে সেখানে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিশেষ সম্মাননা দেয়া হয়। তাছাড়া, প্যারিসের বিভিন্ন রাস্তায় কঙ্গনার এ ছবির প্রচারণায় বিলবোর্ড করা হয়। কঙ্গনাকে বিশেষ নিরাপত্তা দিয়ে এ অনুষ্ঠানের ভেন্যুতে নেয়া হয়। সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন দেশী-বিদেশী প্রায় এক হাজার দর্শক। অনুষ্ঠানস্থলের বাইরেও ভিড় জমেছিলো। যেন কোন রানীর আগমন ঘটেছিলো সেখানে। রানীর মতোই গাড়ি থেকে নামেন এ অভিনেত্রী। তার পরনে ছিল একটি লম্বা গোলাপি রঙের গাউন। ফ্রান্সের মিডিয়াও ঘিরে রেখেছিলো তাকে। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে সবার মন জয় করেন এ অভিনেত্রী। এরপর আগত অতিথিদের সঙ্গে নিজের ‘কাটি বাত্তি’ ছবিটি উপভোগ করেন।