দেশের স্বার্থেই লন্ডনে খালেদা
প্রকাশিত হয়েছে : ৯:০৬:১৯,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১৬ বার পঠিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কোন ষড়যন্ত্র নয়, দেশের স্বার্থ রক্ষার জন্যই লন্ডন গিয়েছেন। সেখানে তিনি বর্তমান বাংলাদেশের সমস্যা, দেশের ভবিষ্যৎ এবং দলের অভ্যন্তরীন বিষয় নিয়ে আলোচনা করবেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।‘গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়ার ভুমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। হান্নান শাহ বলেন, দেশের সমস্যা, দেশটা বৃহৎ কারাগারে পরিণত হয়েছে। এই কারাগারে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না। সরকার দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধংস করছে। জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহকারী মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।