এবার ছেলের সামনে মাকে গলা কেটে হত্যা
প্রকাশিত হয়েছে : ৭:০৮:১৯,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২০৭ বার পঠিত
ব্রহ্মণবাড়িয়ার কসবায় রেজিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূকে তার শিশুপুত্রের সামনে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রেজিয়া বেগম উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর আমতলী গ্রামের শাহআলম মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, শাহআলম মিয়া ও তার বড় ছেলে সিলেটে একটি বেকারিতে চাকরি করেন। ছোট ছেলে মাসুক মিয়াসহ (১০) রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন রেজিয়া বেগম। গভীর রাতে সিঁধ কেটে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে রেজিনা ও তার ছেলের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। পরে ছেলের সামনেই রেজিয়া বেগমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে টাঙ্গাইলের কালিহাতীতে ছেলের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভে পুলিশের গুলিতে ৩ জন নিহত হন।