চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়ে নিহত
প্রকাশিত হয়েছে : ৮:০৩:৩১,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৭৯ বার পঠিত
চট্টগ্রামের বায়েজিদে পাহাড় ধসে মা ও শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে জালালাবাদের মাঝের ঘোনায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পারভীন আক্তার (৩০) ও তার মেয়ে উর্মিলা আক্তার (৫)। পুলিশ জানায়, সকালে রান্না করার সময় পারভীনদের বাসা সংলগ্ন পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ে। এতে মা ও মেয়ে মাটির স্তুপের নিচে চাপা পড়ে মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।