প্রথমবার একসঙ্গে তিন তারকা
প্রকাশিত হয়েছে : ৯:০৯:০১,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১৩ বার পঠিত
প্রথমবারের মতো নাটকে একসঙ্গে অভিনয় করলেন টিভি নাটকের তিন জনপ্রিয় অভিনয়শিল্পী আফজাল হোসেন, বিপাশা হায়াত ও মাহফুজ আহমেদ। নাটকের নাম ‘কবিতা সুন্দর’। বিপাশা হায়াতের রচনায় এটি পরিচালনা করেছেন আরিফ খান। আসছে কোরবানির ঈদ উপলক্ষে নাটকটি নির্মাণ হয়েছে। নির্মাতা জানান, খুবই দারুণ একটি গল্প এটি। দর্শকের জন্য বেশ কিছু চমক অপেক্ষা করছে। তবে সবচেয়ে বড় চমক হলো তিন জনপ্রিয় শিল্পীকে নিয়ে নাটকটি নির্মাণ করেছি। আর কাজটি সফলভাবেই শেষ করেছি। আশা করছি দর্শক দারুণভাবে ঈদে নাটকটি উপভোগ করবেন। ঈদের তৃতীয় দিন চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা।