২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ফিলিং স্টেশনে
প্রকাশিত হয়েছে : ১১:২১:০৮,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৭৯ বার পঠিত
ঈদের দিন রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা সারাদেশের ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ঈদের দিন শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।