বলিউডের ‘সেক্সিয়েস্ট কাপল’ ক্যাটরিনা-রণবীর!
প্রকাশিত হয়েছে : ১১:৪০:৩৮,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৯০ বার পঠিত
সম্প্রতি ভারতে সমীক্ষা চালানো হয় সেক্সিয়েস্ট সেলিব্রেটি বাছাইয়ের। আর তাতেই রণবীর কাপুর হয়েছেন সেরা সেক্সিয়েস্ট পুরুষ। তাই সম্প্রতিকালে তার চলচ্চিত্রগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও জনপ্রিয়তায় কোন ভাটা পরেনি।
২৫.৪ শতাংশ ভোট পেয়ে ‘সেক্সিয়েস্ট ম্যান’-এর তালিকায় প্রথমে রয়েছেন রণবীর। আর পেছনে ফেলেছেন বিরাট কোহলি, বরুণ ধবন, সিদ্ধার্থ মালহোত্রার মতো হার্টথ্রবকে।
অন্যদিকে, সমীক্ষা অনুযায়ী ভারতে এই মুহূর্তে ‘সেক্সিয়েস্ট ওম্যান’ হলেন ক্যাটরিনা কাইফ! রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের জল্পনা তো বলিউডে অনেক দিন ধরেই চলছে। দু’জনের কেউই প্রকাশ্যে মুখ না খুললেও তারা যে ভবিষ্যতে সাতপাকে বাঁধা পড়বেন তা একপ্রকার নিশ্চিত। তার আগেই ‘সেক্সিয়েস্ট ম্যান’ এবং ‘সেক্সিয়েস্ট ওম্যান’-এর শিরোপা জিতে নিলেন রণবীর ও ক্যাটরিনা জুটি।