শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধণ
প্রকাশিত হয়েছে : ৯:০১:২৭,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৪১ বার পঠিত
ময়মনসিংহের ত্রিশালে মোক্ষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুছ ছাত্তারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধণ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানা গেছে, মোক্ষপুর ইউনিয়নের ইউপি সদস্য খাইরুল ইসলাম ব্যক্তিগত ক্ষোভে স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে সোমবার মোক্ষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষের আসবাবপত্র ভাংচুর ও সহকারী শিক্ষক আব্দুছ ছাত্তারকে মারধর করে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধণ শেষে বিক্ষোভ মিছিল করে। স্থানীয় ব্যবসায়ী রহিম বলেন, ব্যক্তিগত জেদে স্কুলে হামলা করা ঠিক হয়নি।
বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি আবুল কালাম জানান, ইউপি সদস্য খাইরুল ইসলাম ও তার বাহিনী শিক্ষক কক্ষের আসবাবপত্র ভাংচুর, বঙ্গবন্ধুর ছবি মাটিতে ফেলে দিয়ে অবমাননা ও সহকারী শিক্ষক আব্দুছ ছাত্তারকে মারধর করেছে।
এদিকে ইউপি সদস্য খাইরুল ইসলাম হামলার ঘটনা অস্বীকার করেন।