পদ্মায় গরুবাহী ট্রলারডুবি, তলিয়ে গেল ২৬ গরু
প্রকাশিত হয়েছে : ১০:০৯:১০,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৯৬ বার পঠিত
পদ্মা নদীতে লঞ্চ ও গরুবাহী ট্রলারের সংঘর্ষে ৩৩টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এখন পর্যন্ত ৭টি গরু উদ্ধার করা সম্ভব হলেও তলিয়ে গেছে ২৬টি গরু। তবে ট্রলারে থাকা ১৪ ব্যবসায়ী ও মাঝি সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
বুধবার বিকেলে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জের চৌহালী থেকে ৩৩টি গরু নিয়ে ব্যাপারীরা নারায়ণগঞ্জের ফতুল্লা গরুর হাটে যাচ্ছিলেন। তাদের বহনকারী ট্রলারটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের কাছে পৌঁছলে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঐশী খান লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিক শিমুলিয়া ঘাট থেকে ট্রলার ও স্পিডবোট গিয়ে গরু, ট্রলারের মাঝি ও গরুর ব্যাপারীদের উদ্ধার করে। এ সময় ৭টি গরুর গলার রশি কেটে দিলে গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২৬টি গরুর গলার রশি ট্রলারের সঙ্গে বাঁধা থাকায় গরুগুলো ট্রলারের সঙ্গেই তলিয়ে যায়। ফলে এখনো কোনো সন্ধান মেলেনি
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।