৯২ জনের তালিকা তৈরি করেছে দূতাবাস
প্রকাশিত হয়েছে : ২:৪১:০৯,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৪৬৬ বার পঠিত
ঢাকা: সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতের ঘটনায় ৯২ জন নিখোজ হাজীদের একটি তালিকা তৈরি করেছে সৌদিতে বাংলাদেশ দূতাবাস। এখন পর্যন্ত কতজন বাংলাদেশি হাজী হতাহতের শিকার হযেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি। তাই এই তালিকা ধরেই এগোচ্ছে দূতাবাসের কার্যক্রম।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হজ্জ বিষয়ক ফার্স্ট সেক্রেটারি জহিরুল ইসলাম বলেন, পুরো মক্কায় এখন প্রচুর যানজট। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাওয়া খুবই সময়সাপেক্ষ ব্যাপার। তবুও তার মধ্যেই দূতাবাসের কর্মকর্তারা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ঘুরে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।
হজ করতে গিয়ে গতকালে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন এমন হাজীদের পরিবারের দেয়া তথ্যমতে ৯২ জন নিখোঁজ হাজীর একটি তালিকা তৈরি করে তাদের সন্ধান চালাচ্ছে বাংলাদেশ দূতাবাস।
জহিরুল ইসলাম বলেন, যারা তাদের পরিবারের সদস্যদের খোঁজ পাচ্ছেন না তা তাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়ে পারছেন না তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা ৯২ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে।
তিনি বলেন, আমাদের মেডিকেল টিম লিডার, যুগ্ম সচিব হজ্জ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে গিয়েছেন এবং এদের সম্পর্কে খোঁজখবর করছেন।
দুজন বাংলাদেশি হজ্জযাত্রী মারা গেছেন বলে বিভিন্ন পত্রপত্রিকায় এমন খবরের প্রসঙ্গে জহিরুল ইসলাম বলেন, গতকাল (বৃহস্পতিবার) একজন হজ্জযাত্রীর ছেলে দূতাবাসকে জানান যে তার মা ঘটনাস্থলে ছিলেন এবং তিনি মারা গেছেন, কিন্তু সৌদি কর্তৃপক্ষ বা কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এ খবর নিশ্চিত করা হয় নি বলে তিনি জানিয়েছেন।
সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে একটা স্পষ্ট চিত্র পেতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানান দূতাবাসের এই কর্মকর্তা।