‘দু’টি মানুষের জন্য এদেশের উন্নয়ন ও অর্জন সম্ভব হয়েছে’

1347
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অর্জন দু’টি মানুষের জন্য সম্ভব হয়েছে। ওই দুই মানুষের মধ্যে একজন হলেন স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উন্নয়নের জন্য অপরজন হলেন বঙ্গবন্ধুরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা।

আজ নোয়াখালীর সোনাপুর-জোরালগঞ্জ সড়কে ৫০ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন মেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অর্থনৈতিক যে উন্নয়ন সাধিত হয়েছে তা সম্ভব হয়েছে দক্ষ হাতে প্রশাসন পরিচালনা এবং তাঁর সংগ্রামী নেতৃত্বের কারণেই। তিনি বলেন, পঁচাত্তর-পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও দেশ পরিচালনায় যে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, এতে গত ৪০ বছরের সংগ্রামী ও সফলতার নেত্রী হিসেবে নিজেকে সকলের কাছে পরিচিত করে তুলতে পেরেছেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের গত ৪০ বছরের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবচেয়ে সংগ্রামী ও সফল রাজনীতিবিদ হিসেবে বিশ্বব্যপী সুনাম অর্জন করেছেন।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী নোয়াখালী-লক্ষ্মীপুর-চাঁদপুর-বরিশালসহ দক্ষিণাঞ্চলের লোকজনের দ্রুততম সময়ে ও কম দূরত্বে বন্দরনগরী চট্টগ্রামে যাওয়া-আসার পথে ফেনী নদীর ওপর সোনাগাজী-ওলামাবাজার- চরদরবেশ-কোম্পানীগঞ্জ সড়কে ৫শ’ মিটার দীর্ঘ সেতুর আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন।

এ সময় সড়ক বিভাগের কর্মকর্তা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী সেখানে বলেন, এই সোনাপুর-জোরালগঞ্জ সড়ক নির্মাণের ফলে যাতায়াত ব্যবস্থার সুগম ও যানজট নিরসন হবে।

সংবাদটি শেয়ার করুন

K. A. Rahim Sablu