জঙ্গিবাদের পক্ষে মাথা বের করলেই চাপা দেয়া হবে: নৌমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১০:৩৩:৩০,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১৯ বার পঠিত
বিএনপি নেতারা ভয়ে কচছপের মতো মাথা ঢুকিয়ে রেখেছে মন্তব্য করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, সন্ত্রাসী ও জঙ্গিবাদের পক্ষে কেউ মাথা বের করলে তা চাপা দেয়া হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে আওয়ামী প্রচারলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, খালেদা জিয়া আমাদের আন্দোলনের মুখে হত্যাকাণ্ড বন্ধ করে পরাজয় মেনে নিয়ে ঘরে ফিরেছেন।
খালেদা জিয়ার লন্ডন সফর প্রসঙ্গে শাজাহান খান বলেন, লন্ডনে বসে যে ষড়যন্ত্র করছেন তা দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ভুল করেছেন, ক্ষমা চান। আপনার হুকুমে যারা পুড়িয়ে মানুষ মেরেছে তাদের এবং আপনার বিচার এ মাটিতেই হবে।
সংগঠনের সভাপতি শেখ ইকবালের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মজিবুল হক বাদল, সিনিয়র সহ সভাপতি এজাজ আহমেদ পান্না, যুগ্ম সম্পাদক আবু সায়েম শাহিন প্রমুখ।