আবারও আতা তোতা
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:০৪,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৮৫ বার পঠিত
ফজলুল সেলিমের রচনা ও শামীম জামানের পরিচালনায় নাটক ‘আবারও আতা তোতা’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, কুসুম শিকদার, আলভী, শামীম জামান প্রমুখ।
দুই ভাই আতা ও তোতা। বড় ভাই বিয়ে করেছেন। ছোট ভাইয়ের বিয়ে এখনও হয়নি। ছোট ভাই বিয়ে করছে না এটা দেখে বড় ভাই চিন্তায় পড়ে গেছে। ভাবির সাথে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না তো? এই বিষয়টি নিয়ে সন্দেহ করতে থাকে। বড় ভাই বাসায় শুধু বলতে থাকে ‘বিয়ে ছাড়া উপায় নাই।’ একথা শুনে বড় ভাইয়ের স্ত্রী মনে করে সে নিজে আবার মনে হয় বিয়ে করবে। এমনই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকটি।