শেষ হচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’
প্রকাশিত হয়েছে : ১১:১৭:৫৪,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ২৯৮ বার পঠিত
href=”http://newsdeshbangla.com/files/uploads/2015/09/1394.jpg”>
‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ সিরিজটির ভক্তদের জন্য একই সঙ্গে সুসংবাদ এবং দুঃসংবাদ। সুসংবাদটি হলো, শিগগিরই এই সিরিজের আরো তিনটি ছবি তৈরি হবে। আর দুঃসংবাদটি হলো, এই ট্রিলজির পর শেষ হয়ে যাবে ছবিটির যাত্রা।
‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ অন্যতম অভিনেতা ও প্রযোজক ভিন ডিজেল ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ গাথার ভক্তরা বিশ্বসেরা। ২০০৮ সালে আমি সিরিজটির প্রযোজক হওয়ার পর থেকে প্রতিটি পদক্ষেপে আপনারা আমার সঙ্গে ছিলেন। সত্যিই আপনারা আমাকে আপনাদের মতামত দিয়েছেন এবং সেগুলো মূল্যবান প্রমাণিত হয়েছে। ইউনিভার্সাল আমার সঙ্গে অনেক ভাল ব্যবহার করেছে এবং আমার স্বপ্নে বিশ্বাস রেখেছে। তারা পরিবারের মতো হয়ে গেছে। আমি তাদের কথা দিয়েছি, শেষবারের মতো একটি ট্রিলজি উপহার দেবো, যার মাধ্যমে এই গাথা শেষ হবে।
চলতি বছর ইউনিভার্সেলের ব্যানারে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ মুক্তি পেয়ে বিশ্বব্যাপী ১.৫ বিলিয়ন ডলার আয় করেছে। পরবর্তী সিরিজটি ২০১৭ সালে মুক্তি পাওয়ার কথা।