‘বর্তমান প্রজন্ম বিয়েকে সারাজীবনের বন্ধন ভাবে না’
প্রকাশিত হয়েছে : ১১:০২:২২,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৫ | সংবাদটি ২৬৪ বার পঠিত
বলিউড সুপারস্টার সালমান খান কবে বিয়ে করবেন সেটা নিয়ে আগ্রহের শেষ নেই তার ভক্ত ও গণমাধ্যমের। কিন্তু তিনি জানিয়েছেন বর্তমান প্রজন্ম বিয়েকে সারাজীবনের সম্পর্ক ভাবে না ।
বিগ বসের নতুন আসর শুরু হওয়ার আগে সালমানকে প্রশ্ন করা হয়েছিল বিয়ের বিষয় তাঁর চিন্তা-ভাবনা কী?কবে বিয়ে করছেন তিনি, এমন প্রশ্নও উড়ে আসে সাংবাদিকদের মধ্যে থেকে। তখনই সলমন উত্তর দেন বর্তমান পরিস্থিতিতে, আজকের প্রজন্মের কাছে বিয়ে সারাজীবনের জন্যে নয়। সারা জীবনের নিরাপত্তা নিয়ে আসে না এই বিবাহবন্ধন। এখন বিয়ে সাময়িক সময়ের জন্যে হয়। একে অপরের সঙ্গে থাকতে না পারলে তখনই দুজন মানুষ আলাদা এগিয়ে যায় জীবনের পথে।
এরপরই তিনি পাল্টা প্রশ্ন করেন সাংবাদিকদের, আপনারা কী চান, আমি সারা জীবনের জন্য বিয়ে করি, না সাময়িক সুখের জন্য বিয়ের বন্ধনে আটকে যাব!