বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২:২৭:৩১,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৫ | সংবাদটি ২২২ বার পঠিত
জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোহেল হাজি (২৪) ওই গ্রামের গফুর হাজির ছেলে। শুক্রবার সকালে বড়ি সংলগ্ন আখ ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানার এসঅই সফিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, বড়ির পাশের নূরুজ্জামান মিয়া শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পেতে আখ ক্ষেতে গুনার তার টানিয়ে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন। বৃহস্পতিবার রাতের কোন এক সময় সোহেল হাজি ওই ক্ষেতে আখ আনতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যান। এসআই সফিক আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।