আফগানিস্তানে শিশুর ওপর যৌন নির্যাতন তদন্ত করবে যুক্তরাষ্ট্র
প্রকাশিত হয়েছে : ১০:১১:৩৪,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৫ | সংবাদটি ২৮০ বার পঠিত
নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর হাতে আফগানিস্তানে শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ অনুসন্ধান করবে যুক্তরাষ্ট্র। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন ওই নির্যাতনের অভিযোগ না দেখার ভান করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। গত মাসে নিউ ইয়র্ক টাইমস তাদের রিপোর্টে বলে যে, আফগান পুলিশ ও কমান্ডাররা টিনেজ ছেলেদের বিরুদ্ধে যে যৌন নির্যাতন চালিয়েছে। অনেক সময় এ ঘটনা ঘটেছে সেনা ঘাঁটিতেও। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে নিয়োজিত তার সিনিয়র কর্মকর্তাদের এসব বিষয় এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এমন রিপোর্টের পর পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেল অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। ইন্সপেক্টর জেনারেলের অফিসের একটি মেমো ফাঁস হয়েছে। তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব বিষয়ে রিপোর্ট করা থেকে আনুষ্ঠানিক বা অন্য কোন উপায়ে কোন নির্দেশনা দিয়েছিল? শিশুর ওপর যৌন নির্যাতনের বিষয়ে কি প্রশিক্ষণ দেয়া হয়েছিল। এই নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে নাকি তা ছিল পূর্ব পরিকল্পিত। এই মেমো পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে। আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কি পরিমাণ শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ আছে সে তথ্যও চাওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমস বহু সেনা সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে ওই রিপোর্ট প্রকাশ করেছে।