শ্রীলঙ্কা সঙ্কট : পার্লামেন্টের স্থগিতাদেশ তুলে নিচ্ছেন সিরিসেনা
প্রকাশিত হয়েছে : ২:২৫:৩৭,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৮ | সংবাদটি ২৩৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক:: আগামী ১০ দিনের মধ্যে পার্লামেন্টের স্থগিতাদেশ তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। আন্তর্জাতিক চাপের মুখে এবং ক্ষমতার লড়াই অবসান করতে রবিবার এ ঘোষণা দিয়েছেন তিনি।
গত ২৬ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। তিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসেকে প্রধানমন্ত্রী পদে বসান। একইসঙ্গে পার্লামেন্ট স্থগিত করেন তিনি।
কিন্তু তার এ নির্দেশ মানতে নারাজ রণিল বিক্রমাসিংহে। তিনি নিজেকে এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করে সরকারি বাসভবনে অবস্থান করছেন। পার্লামেন্টে তিনি এখনও নিজেকে সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করতে চান। এজন্য পার্লামেন্ট অধিবেশন দ্রুত আহ্বান করার দাবি তার।
সূত্র: নিউজ ১৮