প্রথমবারের মতো পরমাণু চুল্লি নির্মাণ করছে সৌদি
প্রকাশিত হয়েছে : ৩:২৮:৫৬,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৮ | সংবাদটি ২৮০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবের প্রথম পরমাণু গবেষণা চুল্লির উদ্বোধন করেছেন দেশটির সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। সোমবার আরব নিউজের খবরে এ তথ্য জানা গেছে।নবায়নযোগ্য জ্বালানি, পরমাণু জ্বালানি, পানি লবণাক্ত দূরীকরণ, জেনেটিক মেডিসিন ও উড়োজাহাজের নকশাসহ উদ্বোধন করা সাতটি অত্যাধুনিক প্রকল্পের মধ্যে এই চুল্লি অন্যতম।
কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স ও টেকনোলজিতে (কেএসসিএসটি) তার সফরের সময় এসব প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে।সৌদি আরবের বিকাশমান পরমাণু শিল্পের প্রযুক্তি উন্নয়নে গবেষণার জন্য সহায়ক হবে এ চুল্লি।
জ্বালানির জন্য আপাতত দুটি পরমাণু বিদ্যুৎ চুল্লি নির্মাণের পরিকল্পনা করেছে রিয়াদ। আর আগামী ২৫ বছরের মধ্যে নির্মাণ করা হবে ১৬টি।আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় কেএসিএসটির বিজ্ঞানীরা এ পরমাণু চুল্লির পরিকল্পনা প্রণয়ন করেছেন। চুল্লির নির্মাণকাজ চলছে, চলতি বছরের শেষে কাজ শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক পারমাণবিক জ্বালানি সংস্থার নিরাপত্তা মান রক্ষা করেই এ পরমাণু চুল্লি নির্মাণ করবে সৌদি আরব। ২.১ শতাংশ ইউরেনিয়াম অক্সাইড জ্বালানি সমৃদ্ধকরণের পরিকল্পনা থেকে চুল্লিটি নির্মাণ করা হচ্ছে।