বেকার সমস্যায় গরু দেয়ার কথা বলে ফের বিতর্কে বিপ্লব
প্রকাশিত হয়েছে : ৪:০৩:৩৬,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৮ | সংবাদটি ২৯৯ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক:: ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যবাসীর বেকারত্ব ও অপুষ্টি মেটাতে এবার গরু বিলি করার সিদ্ধান্ত নিয়েছেন।মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ফের জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷ এর আগেও মহাভারতের সময়কালে ইন্টারনেট ও স্যাটেলাইট থাকার দাবি জানিয়ে শিরোনামে এসেছিলেন বিপ্লব দেব৷
বিপ্লব জানান, রাজ্য সরকারকে দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হবে দুই হাজার মানুষকে চাকরি দেয়ার জন্য৷ কিন্তু এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না৷ এর বদলে যদি আমরা পাঁচ হাজার পরিবারকে দশ হাজার গরু বিলি করি, তবে প্রত্যেক পরিবারে ছয় মাসের মধ্যেই উপার্জন করতে শুরু করবে৷ আর এই লক্ষ্যে খুব শীঘ্রই গরু বিলি করার পরিকল্পনা নেয়া হয়েছে৷
এর অাগে বিপ্লব দেব বলেন, ডায়ানা হেডেন ভারতীয় সৌন্দর্য নন। ডায়ানা হেডেনের জয় আগে থেকেই ঠিক ছিল৷ ডায়ানা হেডেন ভারতীয় নারীর সৌন্দর্যের নমুনা নন, ঐশ্বরিয়া রাই ভারতীয় সৌন্দর্য৷ যদিও পরে এই বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি৷ সম্প্রতি, হাঁস নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি৷